নিষিদ্ধ কুটিরে শুয়ে থাকে যেজনা
বেশ্যা বলে লোকে তারে ডাকে।
আমি তাকে বলি সম্ভ্রম বিলিয়ে দেয়া নয়,
সম্ভ্রম হারানো ধর্ষিতা।
না, সে বেশ্যা নয়,
বেশ্যা হতে পারে না!
ক্ষুধার্ত পেট যখন হাত ধরে নিয়ে যায়,
অভাবী পিতা যখন বিক্রি করে যায়;
প্রতারণায় ভাসমান মিথ্যে ভালবাসা যখন ছুঁড়ে দেয়
ঐ নিষিদ্ধ কুটিরে
তখন সে ধর্ষিতা হয়!
একবার নয়, দুবার নয়, বারবার, বারবার সে ধর্ষিতা হয়।
কামের যন্ত্রণায় ছটফট করা
দুপায়ী কামুকগুলো ধর্ষণ করে না।
ধর্ষণ করে শূন্য পাকস্থলী,
আঘাত দেয় অথর্ব জন্মদাতা,
বিশ্বাসঘাতকতার ছুরি বিধে দেয় স্বপ্নদ্রষ্টা!
বেশ্যা তো তুই_
যার নেই ক্ষুধার জ্বালা,
নেই শিক্ষার ঘাটতি,
নেই পয়সার কাটতি
তবু অবিরাম মিটিয়ে থাকিস
নানান চাদরে চামড়ার ক্ষুধা।
আমি ধর্ষিতাকে মন দিতে পারি,
বেশ্যাকে নয়।
সমাজ আমায় বলবে পাড়ার দালাল
দর কত? জিজ্ঞেস করে অট্টহাসিতে মাতবে।
আমার তাতে কিচ্ছুটি আসে যায় না!
আমার বিনয় তৃণসম, শক্তি পাহাড়সম, দৃষ্টি সমুদ্রসম,
আমি যে পতিত হওয়া ক্ষতবিক্ষত নারীর চন্ডীদাস।