আহা কত শান্তি দেশে , আহা কত্ত কিউট
মহান নেতা "স্ট্যাচু বাবা" , মুখ করিছে মিউট ।
আজ মারিছে , কাল মরিছে , পরশু শুনি গুম
কত সুন্দর চলছে-রে দেশ , আনন্দে দাও ঘুম ।
মালে-মালে লাল হইছে , আবুলামির ঠোট
দাওনা তুলে দেশটা থেকে , দু-এক টাকার নোট ।
ডেমোক্রেসির কালো জাদু , দেশ করিছে আধার
স্বাধীনতার ঘোষক কেউ, দেশটা কারো বাবার ।
কেউ হয়েছে জাতির দাদু , মিয়াও থলের বিড়াল
হয়েছে কেউ খাম্বা নেতা , জয় -হো ডিজিটাল ।
হয়নি কো শেষ, শুনবে আরো ? সবে হল শুরু
শিক্ষা জাতির গুরুদন্ড , আসল নাটের গুরু ।
আছে আরো ইস্যুর নাটক , ইস্যু কত্ত হাজার
ইস্যুর পালে ঝড় বইছে , বাড়ছে ইস্যুর বাজার।
নাড়া-চাড়া তত্বে মখা , দেশ করিছে উজ্জ্বল
শুনেছিলাম পাগল নাকি , নিজ জ্ঞানেই স্বচ্ছল ।
কত কথা আছে বলার , শুনলে হবে আজব
এক গুজবের মাথায় চড়ে , বাড়ছে আরো গুজব ।
দিচ্ছে কথা নেতা মোদের , দিচ্ছে প্রতিশ্রুতি
কথায় কিন্তু কথা বাড়ে , আছে জনশ্রুতি ।
সমাধান চাই ? সমস্যা নাই - আছে - টকশো বিদ্যাসাগর
এই সাগরেই ঘোরে ফেরে সুশীল রুপে হাঙর ।
আজ আর নয় লিখবো আরো সময় সুযোগ পেলে
মামলা দিয়ে আর না যেন ঢুকিয়ে দেয় জেলে ।