আমি নাকি বদলে গেছি
নেইতো আগের মত,
অনেক্ষানি পেকেও গেছি
কাল হয়েছে ব্রত ।
শুনেছি সেও বদলে গেছে
খারাপ ছেলের দলে,
মেয়েটিরও বদলানো চাই
হিন্দি সিরিয়ালে ।
বখে গাছে কবিরা আর
কবিতারা সব,
বাকি কি আছে
শিল্প জ্ঞানেরসাংস্কৃতিক উৎসব।
শিহ্মকতা গেছে চলে
নগদ টাকার পেটে,
কৃতজ্ঞতা খাচ্ছে খাবি
সুইস ব্যাংকের গেটে ।
ইমানদার সে ভিহ্মা করে
খোদার নামে আহারে,
আল্লাহ তোমার করবে ভাল
তোর কেন ভাই হয়না রে ।
পালটে গেছে দৃশ্যপটও
নির্মাতাদের ফ্রেমে
পরকিয়ার পরচর্চা
বাধছে টেনে প্রেমে ।
গেছে পেকে টাকাওলাও
টাকার গরমে,
বাধছেনা তো কোন কিছুই
লজ্জা শরমে ।
পেকেছে দেখ রাজনীতিটাও
কথা দেয়ার জালে,
নগদ অর্থ জুতোর বাড়ি
ভোটারের কপালে ।
চোখ মেললে চোখ বুঝলেই
চলছে পাকা-পাকি,
সত্যি সবাই যাচ্ছে পেকে
ফরমালিনের ফাঁকি,
অতি পাকা পঁচে ভাল
আছে কি জানার বাকি ?
আমি ফেবুতে
facebook.com/short.cirkit.1