যেনেছি আমি সেথায় আছে বাগান ভরা তারা,
বন্ধ দুয়ার ভেদ করে যায় মধুকর ওরা কারা ।
দুর নীহারিকা
নেই কি আকাঁ
ঘুম কি গেছে ফুরিয়ে,
চারূনিচীতা
একেছ কি তা
ছায়ার পাশে হারিয়ে ।
ছাঁয়ায় আধার নিকষ কালো
ছাঁয়া আরো আধারে,
আলো আধার খেলা চলে
কেউ কি দেখেছ তাহারে ।
বল কে চিনিবে কাহারে ?
[চারূ =সুন্দর
নিচীতা=অচেনা/ অপরিচিতা ]