অজানার পথে নৌকাগুলো ছুটছে,
ঢেউয়ের তালে তালে ভাসছে কচুরিপানা,
খোলা আকাশে ছোট পাখিরা উড়ছে
ইটের ভাটা গুলো ছাড়ছে কালো ধোঁয়া।
আমি সেই কচুরিপানার ফুল,
যে ভেসে যাচ্ছে সময়ের স্রোতে।
আমি সেই নৌকার অচেনা মাঝি,
যে ছুটে চলছে অজানা পথে।
আমি সেই উড়ন্ত ছোট পাখি,
যে আকাশ চিরে উড়ে যাচ্ছে।
আমি সেই ঘন কালো ধোঁয়া,
যে অসীমের মাঝে মিশে যাচ্ছে।
আমি এমন ভাবে মিশে যাচ্ছি,
যতটা মিশে গেলে অস্তিত্ব মুছে যাবে।
আমি এমন ভাবে দূরে যাচ্ছি,
যতটা দূরে গেলে মায়ার বাধন ছিড়ে যাবে।