জীবনে একটা আফসোস থেকেই যাবে,
কবে এরকম না হয়ে অন্যরকম হবে,,
কবে নাটকীয় ঘটনা গুলোর অবসান হবে,
কবে থমকে যাওয়া মুহূর্ত  গুলো বেগবান্‌ হবে
কবে ফেলে আসা দিন গুলোর প্রায়শ্চিত্ত হবে
কবে করে ফেলা ভুল গুলো নিশ্চিহ্ন হবে!

তবে কি জীবনে একটা আফসোস থেকেই যাবে?
দোটানার সম্পর্ক গুলো কি দিক খুঁজে পাবে?
ঘটনার মোর ঘুরে কি সমঝোতায় ফিরবে?
ব্যর্থতার গল্প গুলো কি পিছু ছাড়বে
স্বার্থের দুনিয়া কি নিঃস্বার্থতার গল্প বুনবে?

এমন কোনো জাদু হওয়ার নয়, হবেও না,
আলাদিনের চেরাগ গল্পেই হয়,বাস্তবে না।
মহাশূন্যের শূন্যতা কখনো  ছোঁয়া যায় না,
হেরে যাওয়া বাজি কখনো জিতা  হয় না,

জীবনে কিছু আফসোস থেকেই যাবে হয়ত
যদি ঘটনাটা এমন না হয়ে ওমন হতো!