নদীর পাড়ে বাঁশির ধুনে
                এগিয়ে চলে রাই,
সেথায় দেখে রয়েছে বসে
                প্রাণপ্রিয় কানাই।
বাজিছে মোহন বাঁশি আজি
                   এ কোন সুরেতে!
উথাল-পাথাল যমুনার জল,
                কিবা চাহে কহিতে?
বাঁশির তানে শ্যামের পানে,
                এ কী দেখে রাই!
অশ্রু যায় বহিয়া তাহার,
                 মুখের হাসি নাই।
আশা নিরাশার দোলাচলে
                হ‌ইয়া উন্মাদিনী,
কী হ‌ইল মোহন তব?
              কহে রাই বিনোদিনী।
আগুন জ্বলে জগৎ সংসারে,
                  উড়িছে দেখ ছাই,
নয়ন মেলি বদন হেরি,
             কহে ঠাকুরও কানাই।