ভিন্ন ভিন্ন নামে আসে ঝড়, এ ধরার বুকেতে
দানব রূপে আঘাত হানে, চোখের নিমেষেতে।
থামিলে ঝড় আসে নীরবতা, তবুও দিশেহারা জনে-জনে
উদ্বিগ্ন হয়ে ওরা খুঁজে ফেরে আত্মীয় পরিজনে।
উড়েছে যাদের ঘরের চাল, শুয়েছে জমির ফসল
দুহাত মাথায় তুলে, ফেলে তারা চোখের জল।
পড়ে রয় কত নিথর দেহ পথে-ঘাটে,মাঠেতে
প্রতিরোধ সব বৃথা গেছে, পরাজিত লড়াইতে ।
হাহাকার মচিয়াছে চেয়ে দেখ দিকে দিকে,
কাঁদিছে সন্তানহারা মা, লয়ে সন্তানেরে বুকে।
অসহায় ক্ষুধার্ত লোকগুলোর প্রয়োজন ভাত,কাপড়, রুটি
বাবুদের আবার যায়না চলা, দেখি ভাঙা বিজলি খুঁটি।
পানীয় জল, রাস্তার জন্য কেহ দাঁড়ায় হতভাগ্যদের পাশে
কেহ আবার মুঠোফোনে রিং দেন ত্রিপল সরানোর কাজে।
ত্রাণের হিসেবে মজে কেহ, চমকায় নিজ রাজনীতি
হিসেবের খাতায় নেই শুধু পড়ে থাকা ঐ গাছগুলি।
চলে যায় ঝড়, রেখে যায় অজস্র ক্ষত চিহ্ন
ভেঙে চুরমার করে বোঝায়,তোমারা অতি নগন্য।
ঝড়ের বিরুদ্ধে তোমার হয়ে বলো কে হবে সোচ্চার?
অরন্য আজ ফসিল হচ্ছে,চায়ছে ওরা বিচার।