এক যে ছিল ব্যাঙাচি,
তার গায়ে হয়েছিল ঘামাচি।
ভিজিট দিয়ে পাঁচ সিকে,
ডাকল এনে বদ্যিকে।
বদ্যি বুড়ো বেজায় চালাক,
ঔষধ পথ্য দিলেন বেবাক।
চমকে উঠে ব্যাঙাচি,
বলে - বদ্যিমশাই করেন কি?
নিয়ম বাতলে বদ্যিমশাই,
পয়সা নিয়ে হলেন বিদায়।
হায় রে সাধের ঘামাচি!
দুঃখে কাঁদে ব্যাঙাচি।
কতকপরে হল শুরু ঝড়,
ভেঙে পরে ব্যাঙাচির ঘর।
এদিকে ওদিকে সেদিকে লাফাল,
বৃষ্টি তাকে ভিজিয়ে দিল।
বুকে নিয়ে একরাশ হতাশা,
দেবতারে মানিল এক সিকি বাতাসা,
সকাল সন্ধ্যায় করে নমস্কার,
সাত দিনেই পাই সে পুরস্কার।
সেরে যায় তার ঘামাচি,
আনন্দে লাফিয়ে উঠে ব্যাঙাচি।