কত নদী , কত জল
ভাসিয়েছে সমতল বন্যায়
বন কেটে ঘর , বাড়ি
পরিববেেশে হানাদারি অন্যায় ।।
জল-জল , থই-থই
যত করো হৈই-চৈই ভাসবেই
নিভে যাব সব আলো
শমণ বাসবে ভালো বাসবেই ।।
প্রকৃতি চেনেনা দেশ
করো যদি পরিবেশ নষ্ট
মহামারী – অনাহার
দশ দিশে হাহাকার কষ্ট ।।
কাঠ ফাটা রোদ্দুরে
প্রকৃতিকি আর ঘুরে দাঁড়াবে
মাঠে-ঘাটে, খাল বিলে
বক-চিল-হাড়গিলে হারাবে ।।
চাষ নেই , চাষী নেই
ফুল নেই , হাসি নেই বুঝবে
সব কিছু এলো-মেলো
ফেলে আসা দিনগুলো খুঁঁজবে ।।
খোদকারি মোটে নয়
থাকে যদি প্রাণে ভয় মানবে
প্রকৃতিই প্রকৃত মাতা
সার কথা ,নয় যা-তা জানবে ।।
হাতে আছে কিছু পল
আর নয় কোনো ছল অজুহাত
ভয় পেতে কেন ভয়
মতভেদ মোটে নয় সংঘাত ।।
যতো আছো কেউকেটা
জেনে রেখো পৃথিবীটা গড়বই
প্রয়োজনে দেবো প্রাণ
শিরদাঁড়া টানটান লড়বই ।।
শুরু হবে মহারণ
আর নয় আলাপন আশ্বাস
ভেঙ্গে গেছে ঘুম ঘোর
নিশি কেটে হবে ভোর বিশ্বাস ।।