এই ভাবে প্রতিদিন বেঁচে থাকা অতীব অন্যায়
প্রতিদিন প্রেমিকেরা প্রেমিকার হাত ছেড়ে দেয় ।
সত্বেও
প্রতিদিন কেউ কারো হাতে হাত রেখে ঠিক
ছলে-বলে হয়ে ওঠে প্রেমের প্রতিক ।
তাই
পশলা বৃষ্টির প্রেমে আজ-ও থাকে ছাতা
ভেজা শেষে মান-অভিমান কত ছুঁতোনাতা ।
আজ-ও দুপুরের জানালায় বৃষ্টি হয়েছিল
অনায়াসে আলস্যের ঘুম কেঁড়েছিল ।
দেখি
ছাতাটাও সাথে আছে হাতে হাত ঠিক
দু’টিতে খুঁটিয়ে দেখে এদিক-ওদিক ।
হয়ত
মুকুলিত প্রেম বুঝি মেঘ বারি চায়
বারিষে হরষে বঁধু পিদিম জ্বালায় ।