মেঘের পরে মেঘ জমেছে মেঘের পরে মেঘ
ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে বারো...
নিঝুম রাতে রাস্তা জড়োসড়ো ,
নষ্ট মেয়ে একলা পথে , মনেতে সংঘাত
নষ্ট মেয়ের হারিয়ে গেছে রাত ।
মেঘের পরে মেঘ জমেছে মেঘের পরে মেঘ
নষ্ট মেয়ে আর কাঁদেনা , রুদ্ধ আবেগ
ঘড়ির কাটা প্রহর পেরোয় , রাত্রি নিকষ কালো
একলা মেয়ে পথ বদলায় জোনাক দেখায় আলো ।
নষ্ট পুরুষ , শর্ত শয়ন , নেই পিছুটান - মোহ -
পায়ের শব্দে চমকে উঠে আঁড় ভাঙ্গে সারমেয় ।
মেঘের পরে মেঘ জমেছে মেঘের পরে মেঘ
নষ্ট মেয়ে আর বাঁচেনা , রুদ্ধ আবেগ
বশ মানেনা , অঝোর ধারাপাত -
কাঁদছে মেয়ে , ভাসছে মেয়ে - মানুষ বাড়াও হাত ,
দাও ফিরিয়ে নষ্ট মেয়ের হারিয়ে যাওয়া রাত ।
বৃষ্টি ভিজে অঝোর স্নানে আবার হবে ভোর
জাগছে মানুষ , কাঁদছে মানুষ , দিনটা হবে তোর ।