আমরা যেন মরেই আছি , বরফ শীতল শব
ভীড়েও নারী লজ্জা হারায় কোথায় কলরব ?
বিবেক কোথায় - সাহস কোথায় ? বিদ্যে মগজ ভরা
বিদ্যে কি আর রক্ত চেনে ? আমায় ধরে পোড়া ।
জ্বালাও আমায় , পোড়াও আমায় , নতুন করে বাঁচি
থাকব আমি প্রতিবাদে । বুঝব বেঁচে আছি ।
শবের সাথে শব জুড়ে যায় , শকুন বসে শবে
শয়তানেরা পলাশ পিষে বসন্তোৎসবে -
বিদ্যে আছ - বড়াই আছে , শিরদাড়াটাই বাঁকা
মিথ্যে বাঁচার অহংকারে স্বার্থে - সুখে থাকা ।
জ্বালাও আমায় , পোড়াও আমায় , নতুন করে বাঁচি
থাকব আমি প্রতিবাদে । বুঝব বেঁচে আছি ।
চড়াই আছে , লড়াই আছে , শবের পিঠে শব
কুঁকড়ে ক্লীবের জীবন আছে - অগুন্তি মোচ্ছব -
ঝুকতে-ঝুকতে-ধুঁকতে-ধুঁকতে পথ চলা দায় ভারি
পথ বেড়ে যায় - মত বেড়ে যায় , বাড়ে শবের সারি ।
শব পোড়াব - সব পোড়াব , নিজেও পুড়ে বাঁচি
থাকব আমি প্রতিবাদে । বুঝব বেঁচে আছি ।
জ্বালাও আমায় ........
পোড়াও আমায়.......