।। ১ ।। ( যাপন )
ঘর --
বিঘাৎ খানিক জমির পাশে
চিলতে চালার ঘর ।
বাকি গেছে দালাল গ্রাসে
বন্ধুরা আজ পর ।
সংসার --
সংসারটা ছিল সুখের , ছিল ভালোবাসা
দুঃখ-সুখে খুসি ছিল , ছিল জীবণ খাসা ।
মান- অভিমান তাও যে ছিল , ছিল রাধিকার
এখন শুধুই আলগা বসত , বোধে অধিকার ।
অর্থ --
অর্থ এখন ---- ওড়ায় ঝড়ো হাওয়া
অর্থ এখন ---- ঘোরে হাতে হাতে ।
অর্থ এখন ---- দমায় দাবী-দাওয়া
অর্থ এখন ---- ব্যয় অনর্থের খাতে ।
।। ২ ।। ( জীবণ )
সড়ক --
সড়ক জুড়ে কতই না ঝোপ - ঝাড়
সেখানে থাকে কতই না বউ - মেয়ে ।
কেউ সড়কে , কাজেরমাসি হয়ে
কেউবা ঘোরে , কাজের ঠিকা চেয়ে ।
সরোবর --
সরোবরে ইঁট , পাথর , ছাটা ঘাস
শিশুরা সুুখে খেলে কুমিরডাঙ্গা ।
কলরব আর লক্ষ মতের বাস
আকাশে মেঘ কেমন ভাঙ্গা ভাঙ্গা ।
পার্ক --
পার্কে ঘোরে শরীরী কিছু মেয়ে
পার্কে ফোটে বাহারি ফুল ছেয়ে ।
পার্কে জামা জড়ায় মেয়ের জামায়
দেখিনি আমি , দেখালো কেউ আমায় ।