কেমন যেন মরেই আছি , আবার মারো যদি
ভালোবেসে মরবো আবার , হয়ে যাব নদী ।
উছল নদীর টগবগানি , নদী পাগলপারা
জানি তুমি থাকবে কাছেই , ডাকলে দেবে সাড়া ।
ছাড়াচুলে , ঢেউয়ে - ঢেউয়ে মন্দ গতি আমি
আমার মধ্যে কেবল তুমি , প্রবল পরাক্রমী ।
শীতের সকাল কুঁয়াশা জড়ায় , ফাগে পলাশ মেখে
বইব আমি গান শুনিয়ে তোমায় দেখে দেখে ।
গুনগুনিয়ে গান শোনাবে মল্লিকা - মালতী
কাটবে সকাল ঝিলিক রোদে , মহুল বনে রাতি ।
মহুল ছোঁবো , তোমায় ছোঁবো , দেবো তোমায় ধরা
পুব আকাশের বিজন দেশের সাক্ষী সন্ধ্যাতারা ।
ভালোবেসে - ভালোবাসায় আবার মারো যদি
জানবে আমি মরেই যাবো । আবার হবো নদী -