অশ্ব পৃষ্টে এলো বণিক
কালো মেয়ে দেখলো ক্ষনিক
অশ্বারোহী ভীষণ সুন্দর ।
এলো উঁচু পাহাড় চিরে
বুঝি আবার যাবে ফিরে
জল্পনাতে মশগুল অন্দর ।।
আরবী নাকি আর্য তারা
বার মহলে বলছে কারা
ওরা বেনের জাত ।
মাস পুরিয়ে বছর গেল
অশ্ব ছুটে গেল – এলো
পেরিয়ে আঁধার রাত ।।
অশ্ব গুলি এখন চেনা
রেশম – তসর হলে কেনা
ছোটে পাহাড় পানে ।
ডিঙ্গিয়ে চূঁড়া অচীন দেশে
আপন ভাষা , আপন বেশে
মনটা তারও টানে ।।
ঘুরতে ফিরতে চেনা গায়ের
হঠাৎ যেদিন কালো মেয়ের
পড়লো চোখে চোখ ।
স্বপ্ন ভাসে চোখের পাতায়
কখন যেন চাপল মাথায়
বাসা বাধার রোখ ।।
ক্ষনিক দেখা , ক্ষনিক ব্রীড়া
মন মজানো , মর্ম – পীড়া
হাতের মুঠোয় হাত ।
কোলটি মায়ের আলো করে
দিব্য শিশু এলো ঘরে
হলো নতুন জাত ।।
আমরা হলাম তাদের জাতি
ফুলিয়ে বলি বুকের ছাতি
আমরা ভারতীয় ।
মিথ্যে কেন জাতের বিচার
নেই ভেদাভেদ , সব একাকার
আদিতে আত্মীয় ।।