ও সোনাবউ -
চললি কোথায় ! জলকে যাবি চল ।
জলকে চলে গাঁয়ের বধু , ছলকে পড়ে রূপ
রাজ হংস ঝাপায় জলে
ঝুপ ঝুপ ঝুপ ।
ও সোনাবউ , খাবি নাকি আধা আদিম ফল ?
ফল খেয়েছে অনেক আগে , দখিণ সমীরণ
বাতায়নে । পাশের ঝোপে মরার আমন্ত্রণ ।
শুনছে কি কেউ ,শব্দ ছড়ায় মলে
চুপ চুপ চুপ ।
ও সোনাবউ -
রাত হয়েছে চললি কোথায় বল !
রাত হয়েছে , ফুল ফুটেছে , ঝড় উঠেছে মনে
সোনাবউয়ের মন পড়ে রয় কৃষ্ণ - কুঞ্জবনে ।
জ্যোৎস্না - আদর বিছানা ভাসায় । এটাই তপোবন
তপোবনে বইছে বাতাস
শণ শণ শণ ।
ও সোনাবউ -
বেলা যে যায় জলকে যাবি চল ।
বেলা গড়ায় , গড়ায় বেলা , কলস নিয়ে কাঁখে
লোভী পুরুষ দাড়িয়ে থাকে নদী ঘাটের বাঁকে ।
পুরুষ চাউনি শরীর পোড়ায় , শরীর পরম ধন !
শরীর চাস না ! তবে কি চাস ?
মন মন মন ।