( ১ )
যখন তুমি সাগর পানে চাও -
ঝড়ের শেষে ঝিমিয়ে তটে ঝাউ ।
যুগল জলে ঝাপায় - জলকেলি
প্রেম কখনো ডরায় চোরাবালি I
( ২ )
যখন তুমি আকাশ পানে চাও -
মেঘ সেখানে নানান ছবি আঁকে ।
ছবির ভীড়ে মাকে দেখতে পাও ?
আকাশগঙ্গায় - অলকানন্দার বাঁকে ।
( ৩ )
যখন তুমি মেঘের পানে চাও -
কাজল মেঘে বাঁধা আছে নাও ।
জমে জমে মেঘে উঠবে ঢেউ
নাও ভাসাব । সঙ্গী হবে কেউ ?
( ৪ )
তুমি যখন স্বপ্ন দেখতে চাও -
আমি জেগে একা মধ্যযামে ।
পক্ষীরাজের পিঠে কোথায় যাও ?
তারা গুলো সব গাছের মাথায় নামে ।
( ৫ )
যখন তুমি পুবের পানে চাও -
গভীর রাতে আভাষ কিছু পাও ?
আঁধার শেষে আসে নতুন ভোর
মেঘে - মেঘে যুদ্ধ নিরন্তর ।
( ৬ )
যখন তুমি ঘরের পানে চাও -
শী্র্ণ শনে ঘরটি ছাওয়া , ছই ।
দিনের বেলা রবির আলো ফাও
সন্ধ্যেবেলা শশীর আলোই সই ।