এখনো কাদলে তুমি চাঁদ কেপে ওঠে –
চোখের কোণায় জমা স্বচ্ছ সরোবরে
বেদনার অনুভবে অভিকর্ষ টান ।
অদ্ভুত রহস্য ছিলো আলোভাসি ঠোঁটে –
কাঁচপোকা ছুটে যেত , প্রত্রমর্মরে
স্তব্ধতা ভেঙ্গে হতো খানখান ।
কতকালের পুরোনো চেনা চাঁদ –
দিগন্তের পুরোনো সেই কোণে
অচেনা জগৎ সে ভাসাতো জ্যোৎস্নায় ।
প্রেমিক ফড়িং পেতো আলোর সংবাদ –
মূত্যুভয় ছিলোনা তাদের দুঃসাহসী মনে
টুকরো টুকরো হতো – পূর্ণতায় ।
কেউ শুধু ভালোবাসে , কেউ হয় প্রবল প্রেমিক –
দেওয়ালের টিকটিকি ডাক দিলো
টিক – টিক--- ঠিক ।
যা কিছু দ্বন্দ ছড়াই – এদিক-ওদিক –
ছুড়ে ফেলি জমে থাকা সর্বনাশ গুলো
নির্বাক যন্ত্রণা যত জানি সাময়িক ।