নন্দিনী , সেই ঝড়ের কথা এখনও তুমি ভাব ?
ইচ্ছে সবুজ আবার আমি ঝড়ের দেশে যাব ।
ঝাপটা ঝড়ে জড়িয়ে তোমায় , জড়িয়ে তোমার শাড়ী
আলুথালু বসন - ভূষণ , জানলে তুমি নারী ।
থরথরিয়ে কেঁপেছিলে , অচেনা ঝড় মনে
আমায় আমি চিনেছিলাম তোমার সমর্পনে ।
নন্দিনী , সেই ঝড়ের কথা এখনও তুমি ভাব ?
স্বপ্ন রঙিন ইচ্ছে ডানায় সর্বনাশে যাব
শিহরণে শরীর ছাড়ো , মেঘবরণ কেশ-
আলতো ছোঁয়ায় ছেড়েছিলে , লেগেছিল বেশ ।
সেদিন তুমি চমকেছিলে , ছলকেছিল আঁখি
ঈশাণ কোনে আঁধার কালোয় হঠ্যাৎ কালবৈশাখী ।
নন্দিনী , সেই ঝড়ের কথা এখনও তুমি ভাব ?
তোমার সাথে আবার আমি ঝড়ের দেশে যাব