বিন্দু বিন্দু সিন্ধু সম চোখের কোনায় জল
বল না মেয়ে , দুঃখ কিসের ! চোখ কেন ছলছল ?
তিরতিরিয়ে কোয়েল নদী বইছে ধীরে ধীরে
শালতাড়ি সেই গ্রামখানা ঠিক ঐ বাঁকেরই তীরে ।
উপল চুমে বইছে ধারা পাহাড় ঘুরে ঘুরে
ছোট্টবেলার সুখের বাসা , আজ সে কত দুরে !
শাল পিয়ালের ছায়ায় ছায়ায় যায় যে মরদ ' রোজে '
ঝর্ণা মেয়ের দুঃখ কিসে , কে তার কারন খোঁজে ?
ব্যকুল নয়ন , উদাসী পথ , বুকটা দুরুদুরু
ফাগের রাতে ঘনিয়ে কাছে মনটা উড়ু-উড়ু ।
''মেলায় যাবি বাপের ঘরে ? '' সুধায় মরদ হেসে
ঝর্ণা মেয়ের যন্ত্রনা সব একেই ভালোবেসে ।
মুচকি হেসে বলল মেয়ে '' এ বছরটাও যাক ''
''তোর কপালে দুঃখ লেখাই , ষন্ত্রনাতেই থাক । ''
বিন্দু বিন্দু সিন্ধু সম চোখের কোনায় জল
বল না মেয়ে , দুঃখ কিসের ! চোখ কেন ছলছল ?