হঠাৎ দ্বারে এসে দিলে টোকা
ঝড়ের রাতে শূন্য ঘরে একা
আমি তোমায় চিনি পলাশ শাখা
কোথায় পেলে তুমি ওড়াড় পাখা ?
তোমার শাখায় ছিলযে ফুল ফুটে
ঝড় বুঝি আজ নিয়েছে সব লুটে !
ঝড়ের যত অবুঝ দস্যিপনা –
গাছের ব্যথা বোঝেনা এককণা ।
রাত পোয়ালে যেই খুলেছি দ্বার
চারপাশে দেখি ছড়ানো হাহাকার ।
বাতাশ ভারি ফুলের দীর্ঘশ্বাসে
ছড়িয়ে পলাশ এপাশে – ওপাশে ।
বিষণ্ণ মন গেলাম আমি ছুটে
কুড়িয়ে নেই ত্রস্ত করপুটে
একি বিশ্ময় ! লাঞ্ছনা পরিশেষে
লাজুক পলাশ উঠলো যেন হেসে ।
পলাশ জানে ঝড়ের নাড়া-চাড়া
নতুন শাখায় দিয়েছে গা-ঝাড়া –
জানতো যেন যন্ত্রনা সে পাবেই
বসন্তে সে ফুল ফুটিয়ে যাবেই ।