কামরাঙ্গা রোদ গায়ে মেখে চললি মেয়ে কোথায় তুই ?
ইচ্ছে তোরেই সঙ্গী করে স্বপ্ন গুলি এবার ছুঁই ।
দীপ্ত চলায় বন্যা রূপের , দীর্ন গোপন অহংঙ্কার
তুই যেন মোর অরুণ আলো , বাঁধন অমোঘ দুর্নিবার ।
মুক্ত আঁচল খোলা হাওয়ায় উড়ছে যেন উচ্ছ্বসি
তুই যেন সেই স্বপ্নে দেখা ঘুম জাগানো উর্ব্বশী ।
ছিলেম পড়ে ঘুমের ঘোরে জাগালি কোন পরশে ?
রুদ্ধ মনের দরজা খুলে বইছে বাতাস হরষে ।
ব্যস্ত সকাল , নির্জনতায় - খুনসুটি মন তোকেই চায়
চাইযে তোকেই সবুজ মাঠে ,পুকুর ঘাটে ,ঘাম ঝরায় ।
পায়ে পায়ে মাঠ পেরবো থামব ঘন তরুর ছায়
দেখবো কেমন সন্ধ্যে গড়ায় শেষ বিকেলে বটের পায় ।
ঘনিয়ে ছায়ে মন জুড়াবো , নামবে আধার দূর গ্রামে
সদ্য চেনা প্রহর যামে সিক্ত হবে শবনমে ।
ঘুম ভাঙ্গাবে পাখ-পাখালি জাগবে নিঝুম অরণ্য
ঘুম ভাঙ্গাবো আলতো ছোঁয়ায় কাপবে তনু – তারুণ্য ।
দেখবো কেমন ভোরের ফুলে প্রজাপতি রং ছড়ায়
আমার পায়ে পা মিলাবি , মৌন – মুখর আশকারায় ।