আমি উচ্ছ্বল নদী হয়ে আসি -
অবগাহনে কুন্ঠিত কেনো বলো
আমি আকাশের ঝুরো মেঘ হয়ে ভাসি -
চপল চরণে ছোঁয়াছুয়ি খেলা খেলো ।
নিশাচর আমি খুঁজি সানুদেশ ,
গোপনতায় তুমি আছ দেখি বেশ
নির্ঝর তুমি ঝরো , ঝরে যাও
হাতে ধরে তুমি পাহাড়ে চড়াও ।
ধরা দিতে দিতে সরে গেছ ছলে ,
জানিনা তখন ছিলে কোন ব্রতে
বুঝিনি ফারাক আসলে - নকলে ।
স্বপ্ন ভাসে , ভাসি আমিও মন্দাকিনী স্রোতে ।