এখন শুনি ‘ খারাপ সময় ’ আমার চারিপাশে –
‘ খারাপ সময় ’ আমায় নাকি সত্যি ভালোবাসে !
‘ খারাপ সময় ’ আমায় নিয়ে সদাই করে খেলা –
‘ খারাপ সময় ’ হব আমি তোমার দারুন চেলা ।
‘ খারাপ সময়’ ভাবছি কেবল – আমায় নিয়ে ভাবো ?
ভাবছি আমি - ভবছি শুধুই – আমার সময় পাবো ?
সময়-সময় , সময় নিজেই সময় গুনে চলে –
কাটবে সময় , ছিপ ফেলেছি পদ্মদীঘির জলে I
ছিপের সূতায় সময় কাটা , দীঘির জলে পাপ
‘ খারাপ সময় ’, পাপের নাকি হয়না মনঃস্তাপ ?
একটা একটা পাপ তুলেছি - যত্ন নিয়ে ছিপে
কখন আমার বশত গড়া একলা বিজন দ্বীপে !
নটে গাছটি বুড়িয়ে গেছে , মুড়িয়ে যাবার আগে –
ক্লান্ত মনের তিলেক আশা – হয়ত বাঁচা যাবে ।
‘ খারাপ সময় ’ আর ভাব নয় , তোমার সাথে আড়ি ,
বাঁচার জন্যে তোমার সঙ্গে যুদ্ধে মরতে পারি ।