অ কে যদি ঘৃণা করি
সে ঘৃণা আমারই প্রাপ্য।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ কে যদি নির্যাতিত করি
সে নির্যাতন আমারই প্রাপ্য।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ কে যদি পদদলিত করি
সে দলন আমারই প্রাপ্য।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ কে যদি গালি দেই
সে গালিসমগ্র আমারই প্রাপ্য।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ কে যদি অপমান করি
সে অপমান আমারই প্রাপ্য ।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ কে যদি ছোট করি
সে গ্লানি আমারই প্রাপ্য।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ কে যদি ছুঁড়ে ফেলি
তার প্রতিফলন আমারই প্রাপ্য ।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ কে যদি জানোয়ারসম শাস্তি দেই
সে শাস্তি আমারই প্রাপ্য।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ এর আখিঁ যদি অশ্রুসিক্ত হয়
আমার নয়নও যে হয় অশুসিক্ত।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ এর অধোরে যদি আমি দেখি হাসি
সে হাসি রেখা আমারই প্রাপ্য।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ যখন লাস্য নৃত্যে হারিয়ে যায়।
মম হ্রদয় তখন হয়ে যায় উদাসসম।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ যখন অজানুলম্বিত কেশে বেধে রাখে প্রকৃতি
তার সাথে একসুতোয় বেধে যায় অন্তর মম।
আমার নাম টা যে অংকুর
সেটা কি তোমরা জান?
অ যখন আকুল নয়নে চেয়ে থাকে
আমার হ্রদয় যে কেপেঁ ওঠে।
কিন্তু অ যে জেগে থেকেও অন্ধ,
অংকুরের মাঝে যে তার বাস দেখেনা কখনো।
স্বরবর্ণের প্রথম অক্ষর অ সবকিছুর মূলাধার ।
তার মৌলিকতায় অংকুর যে সৃষ্টি হবে না আর ।