১৫ ডিসেম্বর রাত ৩ঃ১০ এখনো কাদাঁয় আমাকে ।
এই ক্ষণে যে আমি হারিয়েছি তোমাকে।
তুমি বেশ্যা নও, তুমি নও নষ্টা ।
তুমি যে শুধু আমার নীলাঞ্জনা।
তোমার শরীর মিশেছে মাটি, জল, আগুন, বাতাস,শুন্যে।
কিন্তু আমি জানি তুমি এখনো অপেক্ষার প্রহর গুনো এই অধমের জন্যে।
১৫ ডিসেম্বর রাত ৩ঃ১০ এখনো কাদাঁয় আমাকে ।
এই ক্ষণে যে আমি হারিয়েছি তোমাকে।
আমি ধরে রাখতে পারিনি তোমায়।
তাই এখনো ওরা নপুংসক বলে গালি দেয় আমায়।
আর একটিবার সু্যোগ কি দেবেনা আমায়?
ওদের বুকের রক্তে স্নান করাতাম তোমায়!
১৫ ডিসেম্বর রাত ৩ঃ১০ এখনো কাদাঁয় আমাকে ।
এই ক্ষণে যে আমি হারিয়েছি তোমাকে।
ওদের চামড়া দিয়ে মৃদংগ বাজিয়ে মুগ্ধ করতে চাই হ্রদয় তোমার।
ওদের পুরুষাংগ বৃশ্চিক দিয়ে ছিন্ন করতে চায় তোমার প্রভাকর।
এত নিষ্ঠুর হয়ে চলে যেওনা আমায় ছেড়ে নিলাঞ্জনা।
তুমি যে আমার অর্ধাঙ্গিনী ,এটা যেন ভুলে যেওনা ।
১৫ ডিসেম্বর রাত ৩ঃ১০ এখনো কাদাঁয় আমাকে ।
এই ক্ষণে যে আমি হারিয়েছি তোমাকে।
তুমি কি চাও আমার চোখের জলে প্রমাণিত হয় যেন আমি এক নপুংসক?
যদি না চাও তবে এই শাপ মুক্তির দাও একটা সুযোগ ।
তুমি বেশ্যা নও, তুমি নও কুলক্ষণা ।
তুমি যে শুধু আমার প্রেমাঙ্গনা ।
১৫ ডিসেম্বর রাত ৩ঃ১০ এখনো কাদাঁয় আমাকে ।
এই ক্ষণে যে আমি হারিয়েছি তোমাকে।
এই রাত মনে করিয়ে দেয় আমি এক নপুংসক।
দুর্বল মন নিয়ে তোমায় ভালবাসাটা ছিল নিরর্থক।
আমি যে এক নপুংসক, তোমার আর্তচিৎকার স্মরণ করে দেয়।
যদি আর একটিবার ভালবাসতে, ওদের জীবনে ডেকে আনতাম মহাপ্রলয়।
১৫ ডিসেম্বর রাত ৩ঃ১০ এখনো কাদাঁয় আমাকে ।
এই ক্ষণে যে আমি হারিয়েছি তোমাকে।
তুমি কেন চলে গেলে , একটিবার বলবে কি?
চোখের জল যে নেই আর, এবার রক্ত দেখবে কি?
তুমি অপেক্ষা কর কাজলনয়না।
আমি পুরুষ হয়ে আসছি, রাগ করোনা ।