আমার দুর্বলতা
নয় তো আমার অক্ষমতা ।
দুর্বলতাকে দূরে ঠেলে
নেমেছি আমি আজ যুদ্ধের ময়দানে।
মরার জন্য প্রস্তুত হয়ে নেমেছি আমি
তবুও পিছন ফিরে তাকাবনা হে অন্তরযামী ।
তোমার জন্য যুদ্ধ করে যাব হে মাতা আজীবন ।
যদি মৃত্যু হয় এ দেহকে যেন ঠাই দেয় তোমার ঐ কোলরূপ রণাঙ্গন ।
অপরিপূর্ণ বলে তোমার ছেলে অক্ষম নয় ।
রত্নগর্ভা হবে তুমি , এ কথা জানাই তোমায় ।