ওরে অভাগার দল, কেন তোরা ভালবাসাকে তুলনা করিস বসন্তের কোকিলের সনে ?
তোরা কি বহুরুপী, রঙ পাল্টাস ক্ষণে ক্ষণে।
অন্নপুষ্ট গায় গান বসন্তের আগমনে ।
বসন্ত যায় চলে, কিন্তু সে গান অন্তরে বেজে ওঠে ক্ষণে ক্ষণে।
নির্বোধ তোরা ভালোবাসতে জানিস না ।
মর্ম না বুঝে তুলোনা দিস , তোদের দিয়ে ভালবাসা হবেনা ।
কোকিল গান গায় কারণ সে জানে তাকে ভালবাসে কে।
তারপরও সে প্রকাশ করে তার ভালবাসা অম্রকাননে লুকিয়ে নিজেকে ।
কিন্তু নির্বোধের দল, তুই তো নিজেই জানিসনা তুই কাকে ভালবাসিস।
বার বার ভালবাসা হারিয়ে নিজেকে বারংবার কষ্ট দিচ্ছিস ।
যেদিন তোরা পাবি তোদের ভালবাসার মানুষকে ।
জগতের সকল মায়া থেকে মুক্তি পাবি তোরা ,এ কথা জানাই তোদেরকে।
দুর্বল হয়ে থাকিসনা, নেমে পড় সংগ্রামের সাগরে।
কাপুরুষতাই পাপ, ভক্তি কর শুদ্ধ প্রেমেরে ।