এ রকম এক কাশফুল দিনে
মেঘের মত ভেসে ভেসে এলে-
চোখের স্বচ্ছ নীল জলে
তোমার ছায়া মেখে
মুগ্ধ হলো মন।

হয়তো জলের ঢেউ ছুঁতে চেয়েছিল মেঘ
হয়তো মেঘের শুভ্রতায়
বন্দী হতে চেয়েছিল সে
আজীবন...

বোঝেনি, মেঘেদের স্থিরতা নেই,
বোঝেনি, বাসা বাঁধে না সে স্থির জলে।
বোঝেনি, জলের স্বচ্ছতা কমে গেলে
আকাশ রঙ হারায়
মেঘেরা হারায় দূরে!

তাই
কাশফুল রঙ শেষ হবার আগেই
ঘোলা হয়ে যায় চোখের জল
বিসর্জনের সুরে!