বৈশাখ এলেই শুকিয়ে যায় শরীর
শুকিয়ে যায় মন।
শুকনো মনে উড়ে বেড়ায় গ্রীষ্ম
ধুলোর আবাদে ঢাকা পড়ে সম্ভাবনা সব
পথের বাঁকে হারিয়ে ফেলি দিক
পথ আর খুঁজতে চাই না তাই।
বৈশাখ এলেই হারিয়ে ফেলি গীতবিতান
শুকনো নদীর পাড়ে কাকবন্দী হয়ে
চিৎকার করে খুঁজে চলি সুর
তৃষ্ণার গলায় তখন মরুঝড়;
বুঝি এ সংসার আমার নয়
এ দেশ আমার নয়
এ সময় আমার নয়-
অতীত হামলে পড়ে দাবি করে সোনালি সময়-
আমি এক বেসামাল সময়- ঝলসানো রদ্দুর
অতীতের চোখে চোখ রাখার সাহস হয় না-
এক ছুটে ঘর ছাড়ি, ঘর ছেড়ে বিবাগী হই-
এই বৈশাখে আমি বিবাগী হবো।