ডিসেম্বর এলেই
রক্তেরা কথা বলে- রক্তের কথা,
সে কথায় প্রাণিত হই
সারাটি বছর, বারোটি মাস।
ডিসেম্বর এলেই
কামানের শব্দে জেগে উঠি আবার
জেগে উঠি সোনালি স্বপ্নের ভোরে আলোয় আলোয়।
ডিসেম্বর এলেই
বিজয়ের বাতাসে জেগে ওঠে চুপসে যাওয়া সাহস;
চাঁদ-তারার সবটুকু আছর মুছে ফেলার প্রতিজ্ঞায়
লাল-সবুজে করি অবগাহন -
অতন্দ্র হই।
ডিসেম্বর এলেই
উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই পুনর্বার।
খাঁ খাঁ হৃদয় মুষ্টিবদ্ধ হাত
বুকের ছাতি ঠুকে বেরিয়ে আসি রাজপথে-
যোগ দিই মিছিলে শ্লোগানে;
ডা. মিলন, নূর হোসেনের মিছিল এগিয়ে চলে
শাহবাগ থেকে প্রতি ইঞ্চি বাংলাদেশে
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
ডিসেম্বর এলেই
তিরিশ লাখ অঙ্কে একটা ডিজিট হয়ে যাই
ডিসেম্বর এলেই
বাঙালি হবার অহঙ্কারে আপ্লুত হই আবার।