শীত এলেই
ঝরে যায় গাছের পাতারা সব।
ওরা বলে, এ হচ্ছে বৃক্ষের দীনতা-
অকাট অসত্যে বাস ওদের।
শীত এলেই
নাইওরে যায় সবুজ পাতারা
সতেজ হতে।
শীত এলেই
বহুদিন পর মাটি আর পাতার
মিলন-সুর বেজে ওঠে বনভূমির বহুরৈখিক পথে পথে।
পরিসুস্থ বিকেলের শান্ত রোদ মাটি ছুঁয়ে গেলে
পুরোনো কথাগুলো মর্মর হয়ে
ছড়িয়ে পড়ে চারপাশে।
শীত এলেই
বৃক্ষের ডালে ডালে ভেসে ওঠে
সৌন্দর্যের শিল্পকর্ম...