যতবার হারাতে চাইবে আমায়
ততবার হেরে যাবে তুমি।
আমারই নিঃশ্বাস আছে সবুজে, নীলে
আমারই নিঃশ্বাস আছে স্বপ্নবান প্রতিটি চোখে।
তবে চোখে আর জল নয় কোনো
তোমাদের চোখের ও জল
জলেরও অধিক।
নষ্টদের দ্রষ্টব্য নয় ওই জল।
বুলেটের বারুদে শেষ হইনি আমি
রক্তাক্ত বুকে তবু এঁকেছি জয়ের পতাকা
আমারই রক্তে শেষে লিখেছি-
শেখ মুজিব এক বাংলাদেশ।
এখন আর অশ্রু নয় কোনো
নষ্টদের দ্রষ্টব্য নয় ও চোখের জল।
ও চোখের জল
শুধু জল নয়-
জলেরও অধিক!
ওই চোখে ভাসুক সোনালি সময়
ওই চোখে আসুক স্বপ্ন জেগে ওঠার...
এইবার জাগো তবে
বেড়ে উঠবে তাই।