তুমি বললে আমাকে রাত হতে
আমি রাত হলাম
রাত হওয়া সহজ নয় জেনেও!
চাঁদকে জাগিয়ে রাখতে হলো সারাটা সময়
বুকের অলিন্দ-নিলয় খুঁড়ে খুঁড়ে
তারাদের এনে একটা একটা করে
সাজালাম সারাটা আকাশ
তারপর ফুলেদের সুবাস পৌঁছে দিলাম
তোমার শান্ত জানালায়
তুমি অন্ধকার ভালবাসো তাই
জোনাকিদের পাহাড়া দিলাম
বিশ্বস্ত চোখে
একটা ভোরের দেখা পাব বলে
একটা ভোরের আলোয় মিশে নিঃশেষ হবো বলে
সারাটা সময় রাত হয়ে
ঠায় কাটিয়ে দিলাম
ভোরের চৌকাঠে!