দেবী বলল, কবিতা চাই একটা,
সুন্দর একটা কবিতা। ভেট।
আমি একটা সুন্দর কবিতার জন্য
আমি কিছু শ্রেষ্ঠ শব্দের জন্য
পৃথিবীর পথে পথে ছুটে বেড়ালাম এক যুগ,
সুন্দর সব শব্দ
শ্রেষ্ঠ একটা কবিতা
কোথাও দেখিনি একটি বার!
মিউজের কাছে কাছে ধর্না দিয়ে পড়ে রইলাম আরো এক যুগ
এথেনার কাছে দীর্ঘ বারটি বছর-
তাদের দেয়া শব্দেরা কবিতার মানচিত্র পেল বটে
দেবীর মন পেল না মোটেই।
অতঃপর আফ্রোদিতির কাছে চললাম অলিম্পাসে-
পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর সন্ধান যে জানে
সে জানবে নিশ্চয় শ্রেষ্ঠ কবিতার খোঁজ!
নেমে এসে তিন ধাপ আফ্রোদিতি বলল,
পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর খবর চাও তো
বলে দিতে পারি তোমার দেবীর নাম-
শ্রেষ্ঠ কবিতার খোঁজ
সে আমার সাধ্যের অতীত!
আবারো নিজের কাছেই ফিরে আসা;
নিজের ভিতর ডুব দিতেই দেখি প্রাণিত চোখ দেবীর -
মুহূর্তে জেনে গেলাম
পৃথিবীর শ্রেষ্ঠ শব্দেরা থাকে ওখানেই!
শব্দগুলো গুছিয়ে
ও চোখে বিছিয়ে দিতেই
দেবী নেমে এলো বেদীর শীতলতা ছেড়ে
হৃদয়ের কাছে!