বদ্ধঘরে উন্মাদের মত ছুটে চলি।
এ জানলা থেকে ও জানলা
এ কোণ থেকে সে কোণ;
এ জানলায় বোমার ধূয়ায় পিষ্ট আমি নিঃশ্বাস নিতে
ছুটে যাই ও জানলায়
সেখানে লোভের শিখায় পুড়ে যাওয়া মানুষ
সেখানে আমার টাকায় কেনা গুলির আওয়াজ
আমি দরজা খুঁজি-
আমি দরজা খুঁজে পাই না।
বাইরে প্রবল আঁধার, অথৈ আগুন
সে কি থামবে?
সে কি থামবে না?
এক টুকরো ভোরের তৃষ্ণায়
অভুক্ত আমি
আমি ঘরময় ছটফট করি...