তথাস্তু বলে
আমার চোখগুলো খুলে
রেখে দিলাম বদ্ধ কোটায়
তারপর প্যাকেটের চোখগুলো কোটরে লাগাতেই
ম্যাজিক খেলে গেল চারপাশে-
বাতাসে এত ভালোলাগার উদ্গীরণ কখনো দেখিনি আগে
মানুষের মাঝে এত শুভ্রতা কখনো দেখিনি
কখনোই দেখিনি এত রঙবহুল ব্যস্ততা
পাখির মিষ্টি ডাক
নিরাপদ শৈশব, নির্ঝঞ্জাট স্বাস্থ্য, শিক্ষা
রাস্তার মসৃণ গতি
আমি আনন্দে বলে উঠলাম
এ আমার বাংলাদেশে
এ আমার সোনার বাংলাদেশ
আর ঠিক তখনই বদ্ধ কোটায় ঠকঠক শব্দে চমকে উঠলাম…