ছোট্ট সোনা পাখির ছানা,
নাম পেলো টোনা মিঞা।
ভালোবাসার সুখের নীড়ে
থাকতো সে স্নেহের ডোরে।
আড়াল থেকে উঠতো নেচে,
বাবার কথার কাঁপন শুনে,
মা'র প্রাণে থাকতো বেঁচে,
সকল কাজের বাঁধন জেনে।
সুখি হৃদয়ের সুখের গান
হঠাৎ যেন হলো অবসান!
বাজলো সেথা ব্যথার তান,
টুটিল টোনার নাড়ীর টান।
পাখির মতোই উড়লো টোনা,
মায়ের কোল ছাড়লো ছানা।
স্বর্গের পাখি ভাসালো আঁখি,
বিরহের সুর হৃদয়ে মাখি।