#এক_ক্লান্ত_মনের_প্রতীক্ষা
                      

আমার সদা হাস্যোজ্জ্বল মধুর জীবন,
ব্যস্ততার কুঠারাঘাতে নিষ্প্রাণ এখন,
কোথাও পাচ্ছি না খুঁজে প্রাণের স্পন্দন-
সেথায় নেই কোন প্রণয়ের মধুর বন্ধন।।

জীবন-টা যে এখন ধূ ধূ মরুভূমিতে পরিণত,
ভেতরে, বাহিরে তার লুকোনো তৃষ্ঞা,ক্ষত।
তবু জীবন আমার রঙিনস্বপ্ন বুনে যায় শত!
স্বপ্নের পথে ছুটেছে সে মাড়িয়ে কাঁটা যতো।।

মন জানে- একদিন ক্লান্তিময় পথের শেষে,
এক ফোঁটা জল হয়ে এসে ধরা দিবে কেউ,
আমার স্থির মনে দোলাবে চঞ্চলতার ঢেউ,
কেউ আসবে এ জীবনে স্নিগ্ধ আলো হয়ে,
সে আসবে সকল অব্যক্ত কথার বাণী হয়ে,
বলবো তারে এ প্রাণের কথা ব্যাকুল হয়ে।।

আমার ক্লান্তময় মন সে প্রতীক্ষায়-
      কেউ আসবে জীবনে প্রাণের স্পন্দন হয়ে,
            কেউ আসবে মনের বনে ফুল ফোঁটাতে,
                     কেউ আসবে এ ক্লান্তময় জীবনে
                             অবকাশের বার্তা হয়ে।।
                                     কেউ আসবে-ই।