বহুদিন দেখিনি,
            থমকে যাওয়া চোখের পলক
            উথাল-পাথাল রেশম কালো চুল
            মাতাল করা ওই খুনি দু-ঠোঁট ।
বহুদিন দেখিনি,
            নিথর চোখের দুকূল ছাপিয়ে বর্ষার ঢল
            ঘাসের ডগায় ভোরের শিশির,
            রোদের শরীরে স্নিগ্ধ পায়ের দাগ ।
দেখনি --
           গোধূলির ঠোঁটে সুর্যাস্তের জীবন্ত কফিন ।

বহুদিন দেখিনি,
            বুকের ভিতর খাঁ - খাঁ গ্রীষ্মকাল,
            শো - শো চৈত্রের দখিন বাতাস,
            কারোর অপেক্ষায় জমা তৃষ্ণার জল ।
দেখিনি --
            গুমোট সন্ধ্যায় শ্রাবণ মেঘের আঁচল
            কারোর বিরহে বুকের পাড়ে ভাঙনের ক্ষত,
            ওলট-পালট ঝড়ের রাত্রি দিন ।
বহুদিন দেখিনি,
            জল, মেঘ, বৃষ্টি, চাঁদ, তারা,
            ফুল পাখি ধূ- ধূ মরুভূমি  সাহারা ।
            জাগেনি বুকে প্রেমের ফোয়ারা ।

অতঃপর --
বহুদিন বলিনি,
           ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি,
           আমি শুধু তোমাকেই ভালোবাসি ।
বহুদিন বলিনি,
           আমার বুকের ভিতর লুকিয়ে লুকিয়ে
           তোমাকেই পরম যত্নে পুষি,
           তুমিহীন ভালোবাসায় মগ্ন থাকি ।

২০/০৪/২০২০