আঙুলের তালুতে কালো টিপ ---
হাতের স্পর্শে অবিকল ফুল হয়ে ফুটে কপালের ভাঁজে ।
অতল চোখের শিখায় জ্বলে ছাই ট্রয় নগরী !
আঙুলে আঙুলে রুশের বিপ্লব || কোথাও খুঁজে কালো টিপ ।
ভোরের শিশির জলে লেখা হয় টুকিটাকি পৃথিবীর সব তত্বকথা ।
সব ব্যবধান ঘুচিয়ে নিঃশব্দে যে চোখে অশ্রু ঝরে
হাওয়া হয়ে যায় গান || নির্ঝরে পাতা ঝরে ঘুমহারা জানালায় ।
যে-ই হাত একদিন অনুরাগে ছোঁবে || সে হাত হবে কপালে কালো টিপ ।
অভিসারী নদী ফেলে রাখে স্বপ্নের ছায়া-
ঢেউয়ে ঢেউয়ে বাজে তার হাতের স্পর্শ || চেনা তবুও অচেনা ।
তবুও জানি ---
বেড়ে যায় দুরত্ব || চোখের আকাশে খসে পড়ে দূর নক্ষত্র ।
প্লাটফর্মের ভিড়ে যত মুখ চেনা হয় সবই মুছে যায় ।
দূরত্ব বাড়ে আঙুল এবং টিপের || রংছুট জীবনে ম্লান আয়না ।
চোখের বাঁক ঘুরে সে যায় হারিয়ে || বেনামি নিশ্বাসে
জানি কোনদিন তাকে পারবো না পরাতে কালো টিপ ।
কত মুখ কত চোখ || কত গান কত হাওয়া
মিশে যায় বাতাসে || কেউ আসে কেউ চলে যায় ।
পড়ে থাকে টিপ - চলে যায় সে || নির্জন প্লাটফর্ম - ধূ-ধূ শূন্য ।
শুধু মুখোমুখি আমি আর শেষ ট্রেন ।
১৮/০৫/২০২০