হাঁটুর গিঁটে গিঁটে ক্ষুরে খায় কটকটে ব্যথা
লাল রক্ত পচে হয়ে গেছে কালো,
তবুও হাঁটতে হয় কাঁধে করে তুমুল স্বপ্নের ফেরি নিয়ে ।
কাঁধের উপর বসে গেছে কালো কালো দাগ
টানতে হয় যে সে এক বিশাল সংসার নামক ঘানি,
যুতসই হালের গরু, চাবুকে চাবুকে আহাজারি ।
পায়ে পায়ে ফেরি করে রোজ চোখের কোণে হাজার স্বপ্ন, বুকে সীমাহীন আশা যেন স্বপ্নের ফেরিওয়ালা ।
সে-ই ফেরিওয়ালা আমার বাবা,
যার চোখে রক্ত ঝরে অশ্রু হয়ে, নির্ঝরের মত
মিশে যায় ঘামে ঘামে পথের ধুলোই খড় কুটোই ।
সে-ই ফেরিওয়ালা আমার বাবা,
যার কাঁধে বেড়ে ওঠে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ,
যার পায়ে পায়ে দেখি এই স্বপ্নীল পৃথিবী,
সে একজন কৃষক,
সে একজন দিনমজুর,
সে একজন রিকশা চালক,হোক সে যা'ই যত
কিংবা পথের বাঁকে ধুলোই পড়ে থাকা পথিক
অথচ আমি গর্ব করে বলি সে-ই আমার বাবা,
তোমার যা-ই যে বলো না কেন
আমার বাবা যে একজন নিখুঁত স্বপ্ন ফেরিওয়ালা ।।
২৭/০১/২০২০