এই যে শুনেন --
আপনাকে কিছু বলার ছিলো !
এই যে আপনার অমন নেশাতুর চোখ
রাজ্যের আফিম মাখা - তাকালেই মাতাল হয়ে যাই !
দ্বিধাদন্ড ভুলে প্রেমে পড়ে যাই ।

এই যে পাহাড় চূড়া জোড়া ঠোঁট
সীমান্ত ছুঁয়ে রঙিন গোধূলি বেলা - সন্ধ্যা নামে রোজ !
এই যে অমন কারুকাজে রেশমি চুলের বাগান,
সদ্য স্নানে সুগন্ধি ঝর্ণা ধারা - আমি বিমোহিত হই ।

এই যে শুনেন--
এই আপনি ছাড়া আমার ভীষণ একা দিন
ভীষণ নিঃসঙ্গ কাটে রাত্রি গুলো ।
ঠিক যেমন করে চাঁদের বুকের পূর্ণিমা উবে যায়
নেমে আসা ঘোর অমাবস্যায় - ঠিক তেমনই  ।

তখন কেমন হয় জানেন ?
তখন--
অভিমানের পারদ গলে গলে কলমের নিবে
কবিতা বেজে ওঠে অভিযোগের সুরে ।

বলে---
আপনি যেন কেমন অন্য রকম মানুষ,
আপনার ভিতর বাহির অন্য রকম - কেমন একটা
অন্য রকম অন্য রকম ভাব - অন্য রকম ভালো লাগা -
আর অন্য রকম ভালোবাসা ।

এই যে আপনি এমন অন্য রকম মানুষ
তাতেই আমার ভীষণ ভালো লাগে ।

এই যে শুনেন--
এই আপনি কেমন যেন অন্য রকম মানুষকে 'ই
আমার বলতে ইচ্ছে করে সময়ে-অসময়ে --

শুনেন -- "আপনাকে ভালোবাসি" !


১৮/০৫/২০২০