সেই ডানা কাটা আমি
আর আমার খুবলে খাওয়া শরীর।
আরো একবার কলঙ্কের কালী দিয়ে
আমর সমাপ্তি হবে লেখা।

গল্পটা সেই এক, শতাব্দী প্রাচীন।
আমারই বুক চিরে যেন বার বার
শুরু হয় সব সংগ্রামের পটভূমি।
আমিই ছিলাম তোমাদের লজ্জার আবরণ।
আমিই ছিলাম তোমাদের পরিচয়ের সম্ভ্রম।
আমিই ছিলাম সব, গত কাল।

তার পর,
অথিতি এলো, আমার ভাগ্যে জুটলো আসন।
নাটক হলো, আমায় দিয়ে বানালে মুখোশ।
প্রতিবাদ হলো, আমায় তখন টাংলে বাঁশে।
ময়লা এলো, আমায় দিয়ে ঝাড়লে ধুলো।
বৃষ্টি এলো, আমায় দিয়ে মুছলে দেয়াল।
অভিযোগ সব, আমার দিয়ে করলে আড়াল।

তির, তরোয়াল আর মোমবাতি
ইতিহাস, অতীত আর বর্তমান।
সবেতেই, আমি নিমিত্ত
আমার পরিণীতি ভয়ংকর।

তখনকার পাপী রাও গেছে স্বর্গ।
আজকের পাপী পাবে সহমর্মিতার বর্ম।