আওড়ে চলেছি, কোন এক অভিনেতার মতো
খুব সাধারণ, বেমানান নাটকের একটা সংলাপ।
আমার অস্তিত্বটা এখনও ডুবে আছে নোনা জলে
শুধু চিৎকারের কম্পনে মাঝে মাঝে উঠছে সমুদ্রের ঢেউ।
তবু কেউ জানবে না আমি বেঁচে আছি
সব জেনে, সব সয়ে, আধুনিক মূর্খ বিদ্রোহের মত।
আমার রক্তের কি কোন দাম আছে?
না ফুলের মতো ঝরে পড়ছি আমরা সবাই?
গতকালের ভোমরাটা আবার আসবে জ্বালাতে।
ওর ডানার ভয় দেখানো হালকা হাওয়ায়,
এইবার হয়তো নিভে যাবো মাটির উপর।
গাল পেতে, টোল ভরে নিব হুল ফোটানো যন্ত্রনা।
যেন আমি জানতামই না প্রতিবাদের কণ্ঠস্বর।
না না তা বলে তুমি গায়ে পড়ে ঝগড়া করো না।