আমাদের একটা করে দুঃখ থাক,
কোকিলের মতো।
নোংরা কাকেরাও ভয় পেয়ে যাক।
আমাদের অলস অজুহাতের ভন্ডামি তে।
তবে অন্যের ঘরের অতিথি হওয়ার কষ্ট দিওনা ।
আমাদের একটা করে বোকামি থাক,
উটপাখির মতো।
নির্দল নেতা টাকে থাপড় মেরে,
ভরা সভায় হয়ে যাবো অদৃশ্য।
নির্লজ্জ্ব করো তবে লজ্জার যন্ত্রণা দিও না।
আমাদের একটাই প্রাণ হক টিকটিকির লেজ।
তারাখসার মত।
সঞ্চার হয়েযাগ বিষাক্ত বাণী জীবনসংগ্রামের,
একের পর এক, পরের প্রজন্মে।
তবে আমার নামটা রেখো তোমার নামে, ভুলে যেওনা।
আমাদের মুখ দিয়েও ঝরুক আগুন -
ড্রাগনের মত।
প্রথমে উৎসৃঙ্খিল বলবে, পরে উগ্রবাদী -
তারপর বিপ্লবী ডাকে, সংগ্রামীর নামে
আমরা হয়েযাবো ইতিহাস।
একদিন ওরাও ভালোবাসবে আমাদের,
লাল পান্ডাদের মত।
বুক চাপড়ে, ডাকবে বার বার -
যখন হবো আমরা বিলুপ্ত।