পাইলে তাহারে
করিতে পারিলে প্রেম উপলব্ধি,
মন বাসনায় রাখিয় বাধিয়া
ছেড়না পাল এই আকাশে
দেখিও তাহারে মন ভরে স্বপনে,
পরম মমতার যত্নে।

তার আঁখিতে আমার ভুবন,
নিশাচর আমায় করিলে
উষ্ণ আলিঙ্গনে আমায় কেন না বাঁধিলে।

উত্তপ্ত হইয়াছে এই হৃদয়
তোমায় পাইয়াও না পাইবার
আতঙ্কে ।
ভালোবাসার ডিঙ্গি তে উত্তাল স্রোতে হই পুলকিত।

তাহারে পাইতে না পারিলে
জীবন হইব না তুষ্ট
তাহারি পটল চেরা নয়নে আমি হই আপ্লূত

পাইলে তাহারে
করিতে পারিলে প্রেম উপলব্ধি,
মন বাসনায় রাখিয় বাধিয়া
ছেড়না পাল এই আকাশে
দেখিও তাহারে মন ভরে স্বপনে,
পরম মমতার যত্নে।