জানো? বিদগ্ধ হৃদয় কেউ দেখেনি।
কিভাবে নীরব প্রেম তিল তিল করে
গড়ে তোলেছিল তোখড় বেদনা কেউ দেখেনি।
জানি আমাকে ভালোবাসো না ;
ভালোবাসার নস্টালজিয়া যে নাড়া দেবে
এমন অস্থির স্মৃতিও গড়তে পারিনি
এ উড়নচণ্ডী জীবনের কোনো দিন।
জানি অন্য একজনকে দেহ-মন দেবে,
দেবে প্রেম, বিয়ে হবে দুজনের;
সন্তান আসবে কোলে— মা হবে।
বোঝে যাব তোমাকে আর কখনো পাওয়া হবে না;
তখন অপেক্ষারাও শেষ হয়ে যাবে সন্ধ্যেবেলা;
তবু কিসের একটা অপেক্ষায় রয়ে যাব একা।
লালসা আর কামনায় পরস্ত্রী চাইব না;
তারপরও ভালোবাসা রেখে দেবো অম্লান,
রচে যাব ত্রিকোণ প্রেমের।।