আমি চেয়েছিলাম বন্ধুদের মাঝে
কেউ একজন পাহাড়ি হবে।
গিরি-নির্ঝর-অরণ্যের ঘ্রাণ লেগে আছে যার গায়ে;
একদম আরণ্যক জোনাকির জুম।
যাকে দেখলে পাহাড়ে আবাসের সাধ জাগে—
জ্যোৎস্নায় বোরাঙের উপরে গিন্নির চুলের ঘ্রাণ আর
লেবুর এক পেয়ালা চায়ের তৃষ্ণা জাগে।
আমি চেয়েছিলাম বন্ধুদের মাঝে
কেউ একজন কবি হবে।
আমাদের হাসিখেলার ক্ষুদ্র সব স্মৃতি নিয়ে
সে একদিন কাব্য লিখবে।
আমাদের সাধারণ বন্ধুত্ব
অমলিন হয়ে কবিতায় থেকে যাবে।
আমি চেয়েছিলাম...!
আমি অকিঞ্চন— প্রস্থানের পরও
আরও কিছুদিন বন্ধুর কবিতায়
নিভৃতে বেঁচে থাকার উচ্চাভিলাষ পুষেছিলাম।